সিনেমা নয়, বাস্তবের নায়ক সোহেল রানা

Spread the love

সোহেল রানা নামটি বললে হুট করে আমার মাথায় নায়ক সোহেল রানার কথাই আসে। তবে আজ অন্য এক সোহেল রানার কথা বলবো। প্রশাসন ক্যাডারের কর্মকর্তা বর্তমানে ফেনীর নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহেল রানা। প্রশাসন বলেন কিংবা পুলিশ–ডাক্তার কিংবা সাংবাদিক এই বাংলাদেশে যে কেউ ভালো কাজ করছেন শুনলে আমার খুব ভালো লাগে।কারণ এই দেশে স্রোতে গা ভাসিয়ে নষ্ট হওয়া যতোটা সহজ ভালো থাকা ঠিক ততোটাই কঠিন। কাজেই যখন শুনি কেউ ভালো করছে আমি তাঁর জন্য দোয়া করি। তাঁর বন্ধ হওয়ার চেষ্টা করি।
তবে সোহেল রানার সাথে আমার ব্যক্তিগত পরিচয় নেই। খবরের সূত্রেই জানলাম গত বুধবার মধ্যরাতে ফেনীর ফুলগাজী উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গেলে মাদক ব্যবসায়ীরা হামলা চালায়। হামলায় এক আনসার সদস্য নিহত হন। নিখোঁজ রয়েছেন পুলিশের এক সোর্স। ঘটনার পর প্রশাসন ক্যাডারেরই এক কর্মকর্তা আমাকে বলেন, ভাই অযথাই কেন সীমান্তে এতো ঝুঁকি নিতে গেলো? এটা বাড়াবাড়ি। আমি চুপচাপ শুনলাম। তবে সোহেলকে নিয়ে আগ্রহ বাড়লো।
এর মধ্যেই ফেনীতে কর্মরত আরেক সরকারি কর্মকর্তা কাছের এক ছোট ভাই জানালেন সোহেলের কথা। ওই ছোট ভাই জানালো, একজন ম্যাজিস্ট্রেট সমাজ বদলের জন্য কতোটা আন্তরিকভাবে কাজ করতে পারেন তার প্রমাণ সোহেল রানা। ২০১৬ সালে ফেনীতে যোগ দিয়ে তিনি মাদকের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন। বখাটে যেন উত্যক্ত করতে না পারে, মেয়েরা যেন নির্বিঘ্নে স্কুলে যেতে পারে সেই লড়াই করছেন। কখনো সবজি আড়ত, কাঁচা বাজার, মসলা বাজার, মাছ বাজার, মাংস বাজারে ২০টিরও বেশি অভিযান চালিয়েছেন তিনি। মাংসের দোকানে যে বাটখারায় ওজন কম সেটা খুঁজে বের করেছেন। অভিযান চালান মিষ্টি দোকান, একাধিক ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে। সোহেল ফেনী বাজারে অভিযান চালাতে গেছে শুনে নাকি নকল ও ভেজাল মসলার মিল মালিকরা দোকান বন্ধ করে পালিয়ে গেছে।
তবে মাদকের বিরুদ্ধে সোহেলের লড়াই নাকি আসলেই নায়কচিত। কখনো তিনি ভোরবেলায় বেরিয়ে পড়ছেন মাদকের আস্তানার সন্ধানে। কখনো মধ্যরাতে। সীমান্ত জেলা ফেনী মাদক ব্যাবসার আখড়া। সেখানেই মাদক ব্যাবসায়ীদের কাছে মোটামুটি আতঙ্কের এখন নাম হয়ে উঠে সোহেল রানা। আমার সেই ছোট ভাই জানালেন, যেভাবে হামলা হয়েছে তাতে পরিস্কার মাদক ব্যাবসা থেকে সুবিধা পান সরকারের এমন নানা সুবিধাভোগীরা চাইছিলেন সোহেল আর না আগাক। নানাভাবে হুমকি দেয়ার পরেও তাকে থামাতে না পেরে তাকে হত্যা করতেই পরিকল্পিতভাবে এই হামলা। কিন্তু আল্লাহর অসীম রহমতে আর মানুষের দোয়ায় বেঁচে গেছে সোহেল।
কথাগুলো শুনে সোহেলের প্রতি আমার তীব্র ভালোবাসা আর শ্রদ্ধা তৈরি হলো। ওর ফেসবুকে গেলাম। দেখলাম অনেকেই আমাদের কমন ফ্রেণ্ড। সবাই যখন আমাকে রিকোয়েষ্ট পাঠায় আজ আমি ওকে রিকোয়েস্ট পাঠালাম। ওর একটা লেখার কয়েকটা লাইন পড়ে মুগ্ধ হলাম। মনে হলো আমি সারাটাজীবন ধরে যে লড়াই করছি সোহেল সেই লড়াইয়েরই আরেক সঙ্গী।
সোহেল লিখেছে, ‘আমরা এই চরাচরে কয়েকজন মিলে কিছু দুর্বল আর অবাস্তব স্বপ্নের কাছে প্রতিদিন হাজিরা দিই। আমরা এক সবুজ পৃথিবীর ক্ষয়িষ্ণু মরিচীকার পিছনে দলছুট ধাওয়া নিষ্ঠার সাথে বজায় রাখি। আমরা খুব সিরিয়াস, খুব অল্প আর ভীষণ দুর্বল। বলপয়েন্টে বিন্দু বিন্দু প্রতিবাদ পৃষ্ঠাজুড়ে খুব আবেগ নিয়ে ঢেলে দিই।দায়িত্ববোধের ভার আমরা খুব ছোট আর শীর্ণ কাধেঁ আগপিছ না ভেবেই নিয়ে ফেলি। তোমরা অনেক ভেবেচিন্তে বোঝা ভেবে ফেলে দাও। তোমাদের বিজ্ঞাপনীয় দায়িত্ববোধ আবার কম রেটে বিক্রিও হয়ে যায়। আমাদের এই সংখ্যালঘু যাপনের কোন ভবিষ্যৎ নেই আমরা তা জানি’।
সোহেল প্রশ্ন করেছে, ‘আমরা বাতাসের বিপরীতে পাল তুলেও এত নির্লিপ্ত চোখে জেগে ওঠা সবুজের অপেক্ষা করি কোন সাহসে? জানি না। সত্যি জানি না। শুধু জানি আমাদের ডুবে যাওয়া, হেরে যাওয়া বা পথ হারানোর নিশ্চিত আগামীতে তোমরা উৎসব করবে।রাতের পাখিরা আরো নির্লিপ্ত থেকে গোলাপী জলোচ্ছ্বাসে ভেসে যাবে’।
প্রিয় সোহেল তোমাকে শ্রদ্ধা, সালাম। তোমাকেই বলি শোনো। আমরা যারা স্রোতের বিপরীতে চলার চেষ্টা করি তাদের জীবনটা যে কতো কষ্টের, কতো লড়াইয়ের সেটা আমাদের চেয়ে ভালো আর কে জানে? তবে এ দেশের সব জায়গায় এমন কিছু মানুষ আছে বলেই এই দেশটা এখনো টিকে আছে। কাজেই শত কষ্টে, শত বিপদেও আমাদের হারলে চলবে না। আমি জানি যতো দিন যাবে ততোই তোমার শত্রু বাড়বে। মনে রেখো, ঘুষ সবাই খেতে পারে। বড়লোক সবাই হতে পারে। আপোষও সবাই করতে পারে। কিন্তু সৎ সাহস নিয়ে স্রোতের বিপরীতে চলার লোক যে বেশি নেই। কাজেই আমি চাই তুমি সত্যি সত্যি এই বাংলার নায়ক হয়ে উঠো।
প্রিয় সোহেল রানা, আমি বিশ্বাস করি বাংলাদেশ সরকার তোমার মতো কর্মকর্তার পাশে থাকবে।আর কেউ না থাকলেও নীতির সাথে তো আপোষ করা চলে না। তোমার জন্য শুভকামনা। নষ্ট এই দেশটা ঠিক করার লড়াইয়ে আমার মতো বোকার সংখ্যায় আরও একজন আছে জেনে ভালো লাগলো। ভালো থেকো প্রিয় ভাই আমার। পাশেই আছি। শুভকামনা সবসময়।

Leave a Reply

Your email address will not be published.