মেসি

Spread the love

শরিফুল হাসান

আমার ভীষণ পছন্দের খেলোয়াড়। আসলে আপনি যেই দল সমর্থন করেন না কেন মেসির মতো অসাধারণ খেলোয়াড়কে ভালো না বাসার কোন কারণ নেই! ফলে ব্রাজিল সমর্থন করলেও আর্জেন্টিনাকে আমার বেশ ভালো লাগে।

আমি অনেক বছর ধরে আর্জেন্টিনা-ব্রাজিল দুই দলকেই একসাথে ভালোবাসতে পারি। এই যে বিশ্বকাপে মেসি এবং আর্জেন্টিনার প্রতি আমাদের কোটি মানুষের ভালোবাসা, সেই ভালোবাসার প্রতিদান পেতে যাচ্ছে বাংলাদেশ।

দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা ফের বাংলাদেশে দূতাবাস পুনরায় খোলার পরিকল্পনা করছে। দক্ষিণ আটলান্টিকের বার্তা সংস্থা দ্য মেরকো প্রেস জানিয়েছে, আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো কাফিয়েরো বাংলাদেশের পররাষ্ট্রমন্তীর সঙ্গে তোলা আগস্ট মাসের একটি পুরোনা ছবি প্রকাশ করেছেন।

এ ছাড়া বাংলাদেশে দূতবাস খোলার ব্যাপারে আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয়ও একটি বিবৃতি জারি করেছে বলে জানায় মেরকো প্রেস। তাতে বলা হয়, দূতাবাস এবং এর কনস্যুলার বিভাগটি পুনরায় চালু করার সঙ্গে সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের সম্ভাবনাকে কাজে লাগাতে চায় আর্জেন্টিনা।

বাংলাদেশে এক সময় আর্জেন্টিনার দূতাবাস থাকলেও উল্লেখযোগ্য বাণিজ্যিক সম্পর্ক না থাকায় ১৯৭৮ সালে এটি বন্ধ করে দেয় বুয়েন্স আয়ার্স। এরপর থেকে দেশটির ভারতীয় দূতাবাসের মাধ্যমে বাংলাদেশ সংক্রান্ত কার্যাবলী সম্পাদন করা হয়ে থাকে।টুইটারে দেওয়া এক পোস্টে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো বলেন, ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিতব্য জি-২০-এর সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের শীর্ষ সম্মেলনে অংশ নেবেন।

ওই সম্মেলনের পর বাংলাদেশে পুনরায় দূতাবাস খোলার বিষয়টি চূড়ান্ত করতে ঢাকা সফর করবেন তিনি।আর্জেন্টিনাকে ধন্যবাদ এমন পরিকল্পনার জন্য। আরো খুশি হবো যদি মেসি কখনো বাংলাদেশ সফর করে এবং বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ভূমিকা রাখে। আমি মনে করি ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করা যায়! কাজেই খুব খুশি হবো আর্জেন্টিনা যদি আসলেই বাংলাদেশে দূতাবাসে খোলে!

ইচ্ছে আছে জীবনে কখনো সুযোগ পেলে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি ,ইকুয়েডর, প্যারাগুয়ে, পেরু, উরুগুয়ে এবং ভেনেজুয়েলা ঘুরে বেড়াবো। ভালোবাসা মেসির জন্য। নেইমারদরে জন্য।

ভালোবাসা ল্যাটিনদের জন্য। এই যে আর্জেন্টিনা ব্রাজিল সমর্থকদের একটা বড় অংশই পরস্পরকে সবসময় আক্রমণ করে, ছোট করে ঘৃনা ছড়ায় আমার সেটা ভীষণ অপছন্দ। আমি সবসময় আরেকজনকে সম্মান ও ভালোবাসার কথা বলি।ভালোবাসা এই পৃথিবীর সব মানুষের জন্য।

আমি বিশ্বাস করি মানুষকে ছোট করে, আক্রমণ করে, ঘৃণা ছড়িয়ে কিংবা যুদ্ধ, সংঘাত বা, ক্ষমতা নয়, মানুষের প্রতি মানুষের ভালোবাসাই পৃথিবী বদলে দিতে পারে!

Leave a Reply

Your email address will not be published.