সরকারি চাকুরির বেতন কাঠামো: অতীত ও বর্তমান

Spread the love

30 December 2016 

সরকারি কর্মকর্তা কর্মচারীদের এখন যে বেতন স্কেল বাংলাদেশের বাস্তবতায় এটি একটি অসাধারণ বেতন স্কেল। নতুন বেতন‌স্কেল চালুর পর এক সচিব আমাকে বলেছিলেন আমাদের এখন এতো বেতন যে সৎভাবে জীবনযাপন করে এই টাকা খরচের জায়গা থাকবে না।

আমার বন্ধুবান্ধব ছোট ভাই সবাই স্বীকার করেন বর্তমান বেতন কাঠা‌মোতে মোটামুটি একটা ভলো জীবনযাপন করা সম্ভব। শুনে ভালো লাগে আমরা যখন এই কম বেতনের ভয়ে সরকারি চাকুরির চেষ্টা করিনি তখন আজকালরা তরুণরা সরকারি চাকুরিতে অতীতের যে কোন সময়ের চেয়ে বেশি আগ্রহী হচ্ছে। তবে পু‌লি‌শের এসঅাইসহ সরকা‌রের নানা দপ্ত‌রের ছোটখাটো প‌দে নি‌য়োগে ঘুষের রেট বে‌ড়ে‌ছে এমন কথাও শু‌নি।

বেতন কাঠা‌মো বাড়া‌নোর জন্য সরকারকে সাধুবাদ।তবে এতো ভালো বেতন কাঠামো হওয়ার পরেও যদি কোন পুলিশ ঘুষ খান, কোন আমলা অসৎ হন, কোন ইঞ্জিনিয়ার ঠিকাদারদের কাছ থেকে ঘুষ নেন, কেউ দায়িত্বে অবহেলা করেন এর চেয়ে দুঃখজনক আর কী হতে পারে!

অাপনারা যারা সরকা‌রি চাকু‌রি কর‌ছেন এবং কম বেত‌নের সময়ও সৎভাবে জীবনযাপন কর‌তেন তারা ব‌লেন তো বেতন কাঠামো এতো বাড়ার পরেও কেন ঘুষপ্রথা বন্ধ হয়নি? কেন এখনো মানুষ কাঙ্খিত সেবা পায় না? এখনো কেন দায়িত্বে অবহেলা বা ফাঁকিবাজি বন্ধ হয়নি?

অামার অারও ক‌য়েকটা প্রশ্ন। অাচ্ছা বেতন বাড়ার পর সৎ কর্মচারীর অনুপাত কী বেড়েছে? সাধারণ মানুষ কী এখন আগের চেয়ে বেশি সেবা পাচ্ছে থানা পু‌লিশ অাদালত হাসপাতাল সরকা‌রি দপ্তরগু‌লো‌তে? জনগণ কী ব‌লে? সরকা‌রের কী নিজস্ব কোন মূল্যায়ন অা‌ছে? যারা সৎভা‌বে ভা‌লো কাজ কর‌ছে তা‌দের জন্যও কী কোন পুরস্কা‌রের ব্যবস্থা অা‌ছে? যারা খারাপ কাজ কর‌ছে তা‌দের কী তিরস্কার করা হ‌চ্ছে না‌কি তারাই বে‌শি ক্ষমতাশালী?

আমি জানি আমার বন্ধুবান্ধব বা ছোট ভাই যেসব তরুণ সরকারি কর্মকর্তারা চাকুরিতে যোগ দিচ্ছেন তারা পরিবর্তন আনার জন্য অনেকেই চেষ্টা করছেন, সৎভাবে জীবনযাপন করছেন। তাদের জন্য সবসময় আমার শুভকামনা। মনে রাখবেন সততা এমন একটা পরীক্ষা যাতে জীবনে একবার ফেল করলে বাকি জীবনে আর পাস করা যাবে না। অার এটাও মনে রাখ‌বেন একজন সৎ কর্মকর্তাকে কাউ‌কে ভয় পে‌তে হয় না। তার বুকে থাকে অসীম সাহস। কাজেই কোনভাবেই বিপ‌থে যাবেন না।

তবে আমার মনে হয় দেশ‌কে অারও এগি‌য়ে নি‌তে হ‌লে সব ধর‌নের কর্মকর্তা নি‌য়োগ ‌পিএসসির মাধ্যমে হওয়া জরুরী য‌া‌তে ক‌রে অ‌নৈ‌তিকভা‌বে কেউ নি‌য়োগ না পে‌তে পা‌রে। অার কর্মচারী পদগু‌লোতে তদ‌বির ঘুষ বন্ধ ক‌রে একটু ভা‌লো লোক নি‌য়োগ দিতে হ‌বে। কারণ কর্মকর্তাদের চে‌য়ে এদের বিরু‌দ্ধেও অ‌ভি‌যোগ অ‌নেক। অার ভা‌লো অার মন্দ‌র পার্থক্য খুঁজ‌তে হ‌বে সর্বত্র। পাশাপা‌শি অামার প্র‌শ্নগু‌লোর উত্তর খোঁজা জরুরী। এজন্য জরুরী সরকা‌রের নিজস্ব মূল্যায়ন। নয়‌তো সাধারণ মানু‌ষের ক‌রের টাকায় এতো বেতন বাড়া‌নো শেষ পর্যন্ত অর্থহীন হ‌য়ে যা‌বে।

Comments

  1. VanessaFup

    A month ago, when a 37-year-old dependable of a Singapore boarding invasion sort of than of people with mentally miserable disorders was diagnosed with a coronavirus, the superintendence of the inauguration did not amass a panic. Indomitable into account the specifics of the constitutional principle, all its employees and most of the over-nice constitution inhabitants were vaccinated against Covid-19 as being at jeopardy sanction in February-March. Anyway, virgin in unroll on the other side of, the boarding devotees was closed an eyeball to quarantine, and all employees, patients and other people who recently communicated with the cruel handmaiden or her shine up to were quarantined and began to be regularly tested. Days the next week, the virus was detected in three dozen people, including the 30-year-old preacher to at from the Philippines, as well enough as four other employees of the boarding day-school and 26 of its lasting residents. Most of those infected were fully vaccinated against Covid-19… You can proffer to another article on this be of consequence at this linking https://downloadandprint.umsatz.site It is interesting. Please tell me – where can I read about this?.

Leave a Reply

Your email address will not be published.