মরুভূমিতেও ফুল!

Spread the love

শরিফুল হাসান

যত্ন আর ভালোবাসা দিয়ে মরুভূমিতেও ফুল ফোটানো যায়। শুধু যে ফুল ফোটানো যায় তাই নয়, গড়ে তোলা যায় পৃথিবীর সবচেয়ে বড় ফুলবাগান।‌ তাই বোধহয় এর নাম দেওয়া হয়েছে ‘মিরাকল গার্ডেন’। তবে বাংলাভাষী আরব আমিরাত প্রবাসীদের কাছে এটি-‘মিরাক্কেল গার্ডেন‘ নামেই পরিচিত।

এখানকার চারপাশের সব ফুল আর গাছ গাছালি দেখতে দেখতে আপনি বিস্মিত হয়ে ভাববেন মরুভূমির কোন দেশে আছেন নাকি চিরসবুজ কোনো উদ্যানে! বিশ্বের সবচেয়ে সুন্দর এবং বড় ফুলের বাগান হিসেবে গিনেস বুকে নাম উঠেছে এই বাগানটির। প্রায় সাড়ে চার কোটি ফুলের গাছ নিয়ে যাত্রা করা এই বাগানে বর্তমানে ফুলগাছের সংখ্যা ২৫ কোটি। আর ফুলের সংখ্যা পাঁচ কোটি।

মিরাকল গার্ডেন’ এখন বিশ্ব পর্যটকদের কাছে দারুণ আকর্ষণীয় এক স্থান। সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে এটি আমার তৃতীয়বার আসা। সাংবাদিক হিসেবে প্রথম এসেছিলাম এক যুগ আগে। ২০১৩ সালের ১৪ ফেব্রুয়ারি দুবাই মিরাকল গার্ডেনের উদ্বোধন করা হয়। বছর পাঁচেক আগে দ্বিতীয়বার দুবাই এসে শুনি এই মিরাকল গার্ডেনের কথা।

কিন্তু তখন তীব্র গরম। আর গরমে এই গার্ডেন বন্ধ থাকে বলে দেখা হয়নি। এবার তিনদিনের মিটিংয়ের ফাঁকে এক বিকেলে গেলাম এই বাগানে। নভেম্বর থেকে এপ্রিল গরম কম থাকে। তখন এই বাগান খোলা থাকে। দুবাই মানে অনেকের শুধু উঁচু উঁচু অট্টালিকা। তাই কখনো বেড়াতে এলে মিরাকল গার্ডেনে বেড়াতে পারেন।

আরব আমিরাতের বিভিন্ন ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে বাহারি সব প্রাকৃতিক চিত্রকর্মের মাধ্যমে। ফুলের বিমান, ফুলের জাহাজ, ফুলের পাহাড়, ফুলের বাড়ি কী নেই! বাগানের ভেতর প্রায় দুই কিলোমিটার দীর্ঘ সড়ক প্রায় আট লাখ বর্গফুট জায়গা জুড়ে এই ফুলের বাগান। হাঁটতে হাঁটতে আপনি এখানে হারিয়ে যেতে পারেন।

চারপাশের ফুলগুলো দেখতে দেখতে আপনি বিস্মিত হয়ে ভাববেন মরুভূমির কোন দেশে আছেন নাকি চিরসবুজ কোনো উদ্যানে! আরেকটু গভীরে গেলে ভাববেন, ভালোবাসা আর যত্ন না নিয়ে কেউ কেউ সবুজ প্রকৃতি ধ্বংস করছে আর কেউ কেউ ভালোবাসা আর যত্নে ফুল ফোটাচ্ছে

Leave a Reply

Your email address will not be published.