সুশাসন প্রতিষ্ঠায় শুদ্ধ রাজনীতির বিকল্প নেই

Spread the love

4/9/2020

অপরাধীদের বিচার চাই বলে আমরা যতোটা জোরে চিৎকার করি, রাজনৈতিক পরিচয় পেলে ততোটাই চুপসে যাই। এমনকি বিচার চাওয়ার সাহসও হারিয়ে ফেলি। বাস্তবতা হলো, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছাড়া একটা রাষ্ট্রে খুব বেশি অপরাধ হতে পারে না। কাজেই রাজনৈতিক শুদ্ধাচার জরুরী যাতে দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠা হয়।

কিন্তু আইনের শাসন কী এমনি এমনি চলে আসবে? একটা কথা মনে রাখতে হবে, রাজনীতি ঠিক না হলে কোনদিন আইনের শাসন আসবে না। আর আকাশ থেকে ফেরেশতা নেমেও একটা দেশের রাজনীতি ঠিক করে ফেলবে না। সেই কাজটাও আমাদেরই করতে হবে। আর সেখানেই আমাদের যতো অনাগ্রহ।

ভেবে দেখেন, আই হেট পলিটিক্সের এই প্রজন্মের বিসিএস ক্যাডার হওয়ার প্রতি যতো আগ্রহ, যতো পরিশ্রম, রাজনীতিকে আমরা ঠিক ততোটাই অপছন্দ করি। অথচ লাখ লাখ কোটি কোটি সরকারি চাকুরে দিয়ে দেশটা খুব একটা বদলাবে না। দেশ বদলাতে হলে রাজনীতিটাই শুদ্ধ করতে হবে। এর বাইরে আর কোন বিকল্প নেই।

Leave a Reply

Your email address will not be published.