শরিফুল হাসান
সপ্তম ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড জয়ী সব সাংবাদিকদের অভিনন্দন। ২০১৫ সালে ব্র্যাক যখন অভিবাসন খাতের সাংবাদিকদের স্বীকৃতি দেওয়ার অসাধারণ উদ্যোগ নেয় আমি তখন প্রথম আলোর সিনিয়র রিপোর্টার। পরপর প্রথম দুই বছরই আমি প্রথম হয়ে এই অ্যাওয়ার্ড পেয়েছিলাম।
এরপর ২০১৭ সালে আমি প্রথম আলো ছেড়ে ব্র্যাকের মাইগ্রেশন বিভাগের হেড হিসেবে যোগ দেই। গত পাঁবছর ধরে আমি এবং আমার টিমই এখন এর আয়োজক। বিজয়ীদের হাতে পুরস্কার দেখলে ভীষণ ভালো লাগে।
অভিনন্দন বিজয়ীদের। মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপিকে বিশেষ ধন্যবাদ দীর্ঘক্ষণ সময় দেয়ার জন্য। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব সালেহীন স্যারকে ভীষণ মিস করেছি।
স্যার একটা জরুরী মিটিংয়ে আটকে থাকায় শেষ অব্দি আসতে পারেননি। ধন্যবাদ বিএমইটির মহাপরিচালক শহীদুল আলম স্যারকে। ব্র্যাকের নির্বাহী পরিচালক আমাদের সবার প্রিয় আসিফ ভাই সব সময় এই মিডিয়া এওয়ার্ডের নেপথ উৎসাহ দিয়েছেন।
এই আয়োজনে যুক্ত থাকায় বিশেষ ধন্যবাদ জুরি বোর্ডের চার সদস্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপ সচিব হালিম স্যার, আরেক উপসচিব আইএলওর প্রতিনিধি রেফাত স্যার, রোবায়েত স্যার এবং শাহনাজ মুন্নী আপাকে।
আয়োজনের সাথে যুক্ত আমার সব সহকর্মীকে ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে উপস্থিত আইওএম, আইএলও, আইসিএমপিডিসহ বিভিন্ন আন্তর্জাতিক ও দেশি সংস্থার সব অতিথিদের ধন্যবাদ। অভিনন্দন সব বিজয়ীদের। অনেক অনেক শুভ কামনা।+21