নানান ব্যস্ততা আর কাজের চাপে ব্লগে আসার সময় হয়ে ওঠে না। তারপরেও আজ না এসে পারলাম না। এই ব্লগের একটি ছোট্ট লেখা, আমার একটি ছোট্ট নিউজ কিভাবে বদলে দিয়েছে এক কিশোরের, একটি পরিবারের জীবন সেই ভালোলাগা না বলে ভালো লাগছে না। তাই এলাম লিখতে। একটি ছোট্ট খবর দিয়ে পুরোনো লেখাটি কিছুটা আডপেট করে দিলাম। শেষ …

