বেনটেল কল সেন্টারের করপোরেট প্রধানেরও বেতন বাকি

Spread the love

শরিফুল হাসান

বেনটেল কল সেন্টারের ব্যাপারে নিজের অবস্থান জানিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন প্রতিষ্ঠানটির করপোরেট প্রধান ইমন হাসান। এতে তিনি বলেছেন, এই প্রতিষ্ঠানটির আর্থিক কোনো চুক্তি ও লেনদেনের সঙ্গে তিনি কখনোই জড়িত ছিলেন না। তিনি কেবল চাকরি হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ স্থাপনের কাজ করেছেন।গতকাল রোববার পাঠানো ওই বিজ্ঞপ্তিতে ইমন হাসান বলেন, তিনি প্রতিষ্ঠানটির অংশীদার নন, কেবল চাকরি করতেন। এ বছরের এপ্রিল মাসে তিনি প্রতিষ্ঠানটিতে যোগ দেন। কিন্তু আগস্ট মাস থেকে তাঁর বেতন বকেয়া। বেনটেলের বিভিন্ন অনিয়মের কারণে তিনিও নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এসব বিষয় জানিয়ে তিনি ৪ অক্টোবর ধানমন্ডি থানায় একটি জিডিও করেছেন। তিনিও প্রতারণার এই ঘটনার বিচার দাবি করেছেন।

Leave a Reply

Your email address will not be published.