শরিফুল হাসান
বুয়েট ছাত্র ফারদিন নূরের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হয়ে ৬১ দিন কারাগারে থাকার পর আজ মুক্তি পেয়েছেন আরেক ছাত্রী বুশরা। স্বস্তির খবর। এদেশের একািধক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত অনুযায়ী, ফারদিন আত্মহত্যা করেছে। এই মৃত্যু ভীষণ দুর্ভাগ্যজনক। কিন্তু আমার প্রশ্ন, ফারদিন যদি আত্মহত্যাই করলো বুশরা কেন ৬১ দিন জেলে থাকলো? তাঁর অপরাধ কী?
বুশরাকে কে জবাব দেবে? আমার তো মনে হয়, বিনা অপরাধে এভাবে জেলে থাকার ঘটনা বিচার বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন থেকে শুরু করে সরকার রাষ্ট্র সবার জন্য কলঙ্কের! কিন্তু সেই কলঙ্কের দায় কে নেবে? আরেকটা বিষয় বলি। বুয়েট ছাত্র ফারদিন হত্যার ঘটনার জের ধরে নারায়ণগঞ্জের চনপাড়া এলাকার রাশেদুল ইসলাম শাহীন ওরফে সিটি শাহীন নামে একজনকে ক্রসফায়রে হত্যা করা হয়েছে যিনি মাদক কারবারী বলে দাবি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।
আমি ধরে নিচ্ছি শাহীন মাদক কারবারি। কিন্তু তাই বলে বিচার ছাড়া তাকে মারতে হবে?শাহিনের স্ত্রী রোকেয়া আক্তার ইতি গণমাধ্যমের সামনে কাঁদতে কাঁদতে কয়েকটা কথা বলেছিলেন। তিনি বলেন, আমার স্বামীকে হত্যার আগে ফারদিন হত্যায় তার জড়িত থাকার কথা বলা হয়েছিল। এখন আবার আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ফারদিন আত্মহত্যা করেছে। তাহলে আমার স্বামীকে কেন গুলি করে মারল?
আমি জানি না তাকে কে জবাব দেবে?শাহীনের স্ত্রী ইতির কথা, তাঁর স্বামীর বিরুদ্ধে অন্য কোনো অভিযোগ থাকলে আইনের মাধ্যমে বিচার করত; কিন্তু তাকে কেন এভাবে হত্যা করা হবে?
এভাবে হত্যার অধিকার কারো আছে কী? কার কাছে বিচার চাইব।’ ইতি বলেন, ‘ধরে নিলাম আমার স্বামী অপরাধী ছিলেন, তাই বলে হত্যা করবে? জানি বিচার পাবো না। তাই আল্লাহর কাছে বিচার দিয়েছি, আল্লাহ তাদের বিচার করবে। ভীষণ আফসোস লাগে! আচ্ছ এই বাংলাদেশের কতো ঘটনার বিচার এক আল্লাহ করবে? স্বাধীনতার পাঁচ দশক পার হলো। তারপরেও আমরা এই দেশে এমন একটা ব্যবস্থা গড়ে তুলতে পারলাম না যেখানে অপরাধীরা সাজা পাবে নিরপরাধীরা স্বস্তিতে ঘুরতে পারবে।
আচ্ছা আমাদের সব প্রতিষ্ঠানগুলোই কী একে একে ধ্বংস হয়ে যাবে? অবশ্য জানি না আর কতোটা ধ্বংস হলে, আর কতো অন্যায়, অনাচার, দুর্নীতি, লুটপাট, হলে আমাদের মনে হবে, এবার অন্তত দেশটা ঠিক হোক।বাংলাদেশ ছাড়া আমার আর কোন বিকল্প নেই। আমি আর কোন বিকল্প ভাবি না। তাই আমি নানান অসঙ্গতি নিয়ে কথা বলি।
আমার খুব চাওয়া এই দেশে এমন ব্যবস্থা থাকবে যেখানে নিরপরাধ মানুষরা আনন্দ নিয়ে ঘুরে বেড়াবে আর অপরাধীরা ভয় পাবে। তারা দুর্নীতি করতে ভয় পাবে লুটপাট করতে ভয় পাবে, বিদেশে টাকা পাচার করতে ভয় পাবে, অন্যায় করতে ভয় পাবে। আমি চাই এমন একটা বাংলাদেশ যেখানে সুশাসন থাকবে। আচ্ছা স্বপ্নের যে বাংলাদেশ চাই সেই দেশ কবে পাবো আমরা? আর কবে?