ঢাকা বিশ্ব‌বিদ্যাযের বাস কেন উল্টোপ‌থে চল‌বে?

dhaka uni bus
Spread the love

ঢাকা বিশ্ব‌বিদ্যাল‌য়ের বাস কেন উল্টোপ‌থে চল‌বে? কেন এই বিশ্ব‌বিদ্যাল‌য়ের ছে‌লেরা দল‌বেঁ‌ধে গি‌য়ে একটা হাসপাতা‌লে হামলা চাল‌াবে? বহু‌দিন ধ‌রে অামি এই কথাগু‌লো ব‌লে অাস‌ছি। যারা এই কাজগু‌লো ক‌রে তারা প্র‌তি‌নিয়ত অামার ঢাকা বিশ্ব‌বিদ্যাল‌য়কে ছোট ক‌রে। অামার কা‌ছে উল্টোপ‌থে এই চলা‌কে বর্বরতা অার গুন্ডা‌মি ম‌নে হয়। বিশ্ব‌বিদ্যাল‌য়ের সা‌বেক বর্তমান সবার এ নি‌য়ে সোচ্চার হওয়া উচিত।

এর অা‌গেও অ‌নেকবার লি‌খে‌ছি অাজও ব‌লি কথাগু‌লো। অা‌মি হ‌লে থে‌কে‌ছি ব‌লে কখনো বা‌সে চড়া হয়‌নি। ত‌বে এই শহরের বিভিন্ন রাস্তায় যখন ঢাকা বিশ্ববিদ্যায়ের লাল বাসগুলো দেখি তখন অামার খুব আপন মনে হয়।  কিন্তু সেই বাসগুলোকে যখন উল্টোপথে চলতে দে‌খি আমার খুব লজ্জা লাগে। মাথা হেট হ‌য়ে অা‌সে। বিশেষ করে যানজ‌টে পড়‌লে বাস থেকে রাস্তায় নেমে সামনে সাত-আটজন ছেলে যেভাবে হুমকি ধামকি দিয়ে সব গাড়ি সরিয়ে দেয় সেটা দে‌খে অা‌মি এ বিশ্ব‌বিদ্যাল‌য়ের ছাত্র হি‌সেবে মুখ লুকাই। অামার তখন মনে হয় বিশ্ববিদ্যনাল‌য়ের ছাত্র নয় ক‌তোগু‌লো গুণ্ডা পেটোয়া বাহিনী যাচ্ছে।

প্র‌তিটা দিন যখন ঢাকার মানুুষ এই দৃশ্য দেখে তারা টিপ্পনী কাটে। ঢাকা বিশ্ব‌বিদ্যালয় নি‌য়ে হাসাহা‌সি ক‌রে। অাহা এই অামরাই না‌কি জাতির বিবেক। বিবেকের যদি এই দশা হয় তাহলে মানুষ কেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মান করবে? বে‌শিদূ‌রে যাওয়ার দরকার নেই বা‌সে যে ছাত্রীরা থা‌কে তা‌দের জিজ্ঞাসা ক‌রে দে‌খেন তারা এই কাজটা‌কে ক‌তোটা ঘৃনার চো‌খে দে‌খে।

তিন বছর অা‌গে অা‌মি অামার এক লেখায় ব‌লে‌ছিলাম,  তোমরা যারা বাসে করে বিভিন্ন রুটে চলাচল করো সবার কাছে অনুরোধ-প্লিজ এই রাজধানীবাসীর সামনে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে তোমরা ছোট করো না। যারা উল্টো প‌থে চ‌লে তোমরা তাদের বোঝাও। কেউ যদি উল্টো পথে যেতেও চায় তাকে থামাও। দয়া করে যানজট, পরীক্ষা কোন অজুহাত দেখা‌বেন না। প্রধানমন্ত্রীর কার্যালয় হোক, মন্ত্রী এম‌পি সবার কা‌ছে অনু‌রোধ ঠিক প‌থে চ‌লুন। ত‌বে সারা দেশ সারা জাতি উল্টো পথে গেলেও আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কখনো উল্টো পথে যেতে পারি না। বরং আমাদের যাত্রা হতে হবে সবসময় সঠিক পথে।

অামার এই কথাগু‌লো কেউ শু‌নে‌ছে ব‌লে ম‌নে হয় না। ঢাকা বিশ্ব‌বিদ্যাল‌য়ের মাননীয় উপাচার্য স্যা‌রের কা‌ছে অাহবান, ড্রাইভা‌দের ক‌ঠোর নি‌র্দেশনা দিন উল্টো প‌থে গে‌লে তাদের চাকু‌রি থাক‌বে না। ছাত্র‌দের নোটিশ দিন কেউ উল্টো প‌থে নিতে বাধ্য কর‌লে তার ছাত্রত্ত্ব বা‌তিল। বি‌ভিন্ন বাস ক‌মি‌টির বাহাদুর নেতা‌দের বলুন অাপনারা এতো নেতা‌গি‌রি কর‌তে পা‌রেন উল্টো প‌থে চলা কেন বন্ধ কর‌তে পার‌বেন না কেন?

‌অামি খুব অবাক হ‌য়ে ভা‌বি যে বিশ্ব‌বিদ্যাল‌য়ের ছে‌লেরা রক্ত দি‌য়ে দেশ স্বাধীন ক‌রে‌ছে, সেই বিশ্ব‌বিদ্যা‌লয়ের ছে‌লেরা অাজ উল্টো প‌থে গি‌য়ে ঢাকা বিশ্ব‌বিদ্যালয়‌কে প্রশ্ন‌বিদ্ধ কর‌বে এটা কোনভা‌বেই মানা যায় না। হ্যা অাজ হয়তো প্রধানমন্ত্রীর কার্যাল‌য়ের বাস বাড়াবা‌ড়ি ক‌রে‌ছে, কিন্তু দি‌নের পর দিন তো অামরাই বাড়াবা‌ড়ি ক‌রি। তাহ‌লে ভাবুন বা‌কিদের কেমন লা‌গে। ঢাকা বিশ্ব‌বিদ্যাল‌য় অামা‌কে ন্যায় অন্যায় শি‌খি‌য়ে‌ছে। সেই বোধ থে‌কেই বর্তমান ছেলে‌দের কা‌ছে হাতজোড় ক‌রে অনুরোধ, প্লিজ এই উল্টো প‌থে যাওয়ার সংস্কৃ‌তি বন্ধ ক‌রুন। প্লিজ।

Leave a Reply

Your email address will not be published.