শরিফুল হাসান মা রাবেয়া খাতুন গত তিন বছর মাথায় নারকেল তেল দেন না। সামান্য সেই নারকেল তেলের পয়সাও তাঁকে বাঁচিয়ে রাখতে হয় ছেলের জন্য। ছেলে তাঁর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। খরচ তো কম না!বাবা দিনমজুরি আর ভাই মুদি দোকান করে সংসার চালিয়ে যা থাকে, তার সঙ্গে যুক্ত করতে হয় মায়ের মুরগির ডিম বিক্রির টাকাও। তাতেও চলতে …
শরিফুল হাসান মেডিকেল কলেজের পরিচিতিপত্রে দেশের সেরা চিকিত্সা শিক্ষক, আধুনিক সুযোগ-সুবিধা দেখে চিকিত্সক হওয়ার স্বপ্নে তাঁরা সবাই ভর্তি হয়েছিলেন আশুলিয়ার বেসরকারি নাইটিংগেল মেডিকেল কলেজে। কিন্তু ভর্তি হয়েই তাঁরা দেখলেন বাস্তবতা ভিন্ন। শিক্ষক নেই, শিক্ষার উপকরণ নেই। এসব কর্তৃপক্ষকে জানিয়েও লাভ হচ্ছে না, বরং উল্টো হামলা-মামলার শিকার হচ্ছেন তাঁরা।বাধ্য হয়ে নাইটিংগেল মেডিকেল কলেজের তিনটি শিক্ষাবর্ষের ১৬৫ …

