শরিফুল হাসান
আমার লাল সবুজের পাঞ্জাবি দেখে ছবির লোকটা এগিয়ে এসে জানতে চাইলেন এটা কোন দেশের জার্সি? ভীষণ সুন্দর। আমি তাকে বললাম এটা আমার দেশের জাতীয় পতাকার রং লাল সবুজ।
আসলে বিদেশে গেলে নানা কারণেই অনেকেই অনেক সময় অনেকে বাংলাদেশের পরিচয় লুকাতে চায়। কিন্তু আমি নিজের দেশের এয়ারপোর্ট থেকে শুরু করে বিদেশে অনেক সময়ই লাল সবুজ পাঞ্জাবি পরে থাকি যাতে বোঝা যায় আমি বাংলাদেশের নাগরিক।
তুরস্কের রাজধানী আঙ্কারার ম্যারিয়ট হোটেলে গত তিনদিন ধরে যেখানে বৈঠক হচ্ছিল আমি সেখানে রোজ সকালে নাস্তার সময় পাঞ্জাবি পরতাম। এই পাঞ্জাবি পরে নাস্তা করতে যাওয়ার সময় হোটেল ম্যানেজার এগিয়ে এসে প্রশ্ন করলেন জার্সিটা কোন দেশের?
জানালেন তাঁর পছন্দের একটা ক্লাবের জার্সিও এমন। আমি যখন তাকে কয়েক মিনিটের মধ্যে বাংলাদেশের কথা, লাল সবুজের কথা, মুক্তিযুদ্ধের কথা জানিয়ে বললাম অনেক কষ্ট করে আমরা এই পতাকা পেয়েছি ভীষণ মুগ্ধ হলেন।
আসলে শুধু পোশাকে নয় আমার বুকের ভেতর সবসময় লাল সবুজ থাকে। থাকে দেশের জন্য ভীষণ ভালোবাসা। নানা সংকটেও আমি বলি ভালোবাসি বাংলাদেশ। সবাইকে শুভ সকাল।
শুভ সকাল বাংলাদেশ।