চন্দ্রশেখর ঘোষ

Spread the love

শরিফুল হাসান

ভারতের বন্ধন ব্যাংকের ৫,৬০০টি শাখা রয়েছে ভারতজুড়ে, এবং কর্মচারীর সংখ্যা ৫০,০০০-এর বেশি। তাদের ব্যবসায়িক মূল্যায়ন করা হয় ১৮ বিলিয়ন মার্কিন ডলারে। এই ব্যাংকের প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর ঘোষের চাকরিজীবন শুরু হয়েছিল ব্র্যাকের মাঠকর্মী হিসেবে।

মঙ্গার ভয়াবহতা নিজের চোখে দেখার পর তিনি বুঝতে পারেন সবার জন্য আর্থিক অন্তর্ভুক্তি কেন গুরুত্বপূর্ণ। সেই উপলব্ধি থেকে যাত্রা শুরু করে বন্ধন ব্যাংক। চন্দ্রশেখর ঘোষের প্রতিষ্ঠিত এই ব্যাংক ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের নিয়ে যখন পথচলা শুরু করে, তখন অন্য কোনো ব্যাংক তাদের লোন দিতে চায়নি।

নিজের সবটুকু সঞ্চয় চন্দ্রশেখর বিনিয়োগ করেন এই উদ্যোগে। বর্তমানে চন্দ্রশেখর ঘোষের জীবনজুড়ে আবেদ ভাই প্রভাব রেখে গেছেন। তিনি ছিলেন চন্দ্রশেখরের শিক্ষক, বন্ধু এবং পরামর্শদাতা।

চাকরিজীবনে আবেদ ভাইয়ের দর্শন চন্দ্রশেখরকে অনুপ্রাণিত করে। পরবর্তীতে তিনি আবেদ ভাইয়ের থেকে ব্যবসায়িক উপদেশ নেন। আবেদ ভাইয়ের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে চন্দ্রশেখরের মুখে শুনুন আবেদ ভাইয়ের সঙ্গে তার কিছু অসাধারণ স্মৃতি:

Leave a Reply

Your email address will not be published.