মহাপন্ডিত!

Spread the love

শরিফুল হাসান

কয়েকদিন আগে লিখেছিলাম এই দেশের জন্য দারুণ অবদান রাখায় আমার চোখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এই দেশের সবচেয়ে সেরা শিক্ষা প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের একজন শিক্ষক ও গবেষককে টকশোতে ডেকে এনে যে ভঙ্গিতে আমরা কথা বলেছি সেটা যে আরো শোভন হতে পারতো তা নিয়ে কোন সন্দেহ নেই।

এ নিয়ে বিভিন্ন পাবলিক বিশ্বিবিদ্যালয়ের শিক্ষকরা প্রতিবাদ জানাচ্ছেন। আমি মনে করি তাদের এই প্রতিবাদ অযৌক্তিক নয়। দীর্ঘদিন ধরে কম-বেশি সাংবাদিকতায় যুক্ত বলে এই পেশার একজন মানুষ হিসেবে ওই শিক্ষকের কাছে ক্ষমা চাইছি।

বলতে দ্বিধা নেই আমরা অধিকাংশ সাংবাদিকরা অনেক কিছু জানি না কিন্তু ভাব ধরি যে অনেক কিছু জানি।‌ আমরা একেকজন মহাপন্ডিত।তবে এটাকে দয়া করে বিচ্ছিন্ন ঘটনা ভাববেন না। এই দেশের অফিসে আদালতে বাসায় আড্ডায় প্রতিমুহুর্তে এমন ঘটনা ঘটছে। কারণ, মানুষ হিসেবে আরেকজন মানুষকে শ্রদ্ধা করতে আমাদের ভীষণ কুণ্ঠা লাগে। আমাদের অভিযোগের আঙুল সবসময় থাকে আরেকজনের দিকে।

আমরা নিজের সমস্যা দেখতে পাই না। সবসময় আমরা একজন আরেকজনের চেয়ে বড় হওয়ার, বড় দেখানোর প্রতিযোগিতা করি। ভাবি আমি আরেকজনের চেয়ে বড়। সমস্যা এখানেই। আমরা এমনভাবে কথা বলি বা দেখাতে চাই যে আমি আরেকজনের চেয়ে বেশি। আমাদের চেতন বা অবচেতন মনেও এটা সবসময় কাজ করে। ফলে সবসময় নিজে ভালো অন্যরা ছোট এই চর্চা হয়ে যায়।

আসলে যখুনি আমরা একজন আরেকজনের চেয়ে বড় ভাবি, এক জাতি আরেক জাতির চেয়ে বড়, এক ধর্ম আরেক ধর্মের চেয়ে বড়, এক পেশা আরেক পেশা থেকে বড়, যার টাকা আছে সে বড়,যার ক্ষমতা আছে সে বড়, সমস্যা তখুনি। বাস্তবতা হলো, আমরা কেউ কারা চেয়ে বড় না, সুপিরিয়র না।

আমি স্বপ্ন দেখি এমন একটা দেশের এমন একটা পৃথিবীর যেখানে কেউ কারো চেয়ে নিজেকে বড় বা সুপিরিয়র ভাববে না। বরং সবাই মিলে এক পৃথিবীর মানুষ। এই একটা ভাবনা পৃথিবীর বহু সংকটের সমাধান করে দিতে পারে। আসলে আমরা সবসময় যদি আরেকজন মানুষকে সম্মান করতে পারি, মানবিক মূল্যবোধ নিয়ে বাঁচতে পারি সবার কথা ভাবতে পারি, ডাউন টু আর্থ হতে পারি পৃথিবীটাই সুন্দর হয়ে যাবে।

আমি সবসবময় একটা কথা বলি, স্বপ্ন দেখব আকাশ ছোঁয়ার কিন্তু বিনয়ে চোখ থাকবে মাটিতে, হবো মানবকি মানুষ। কিন্তু আফসোস আমরা বেশিরভাগ মানুষ উল্টোটা করি। আমাদের স্বপ্ন বা কাজটা খুব ছোট থাকে কিন্তু ভাবের ঠেলায় মাটিতে পা পড়ে না। সারাক্ষণ অন্যকে ছোট করি। মেতে থাকি গীবতে, পরশ্রীকাতরতায়। উপরওয়ালা আমাদের সত্যিকারের মানুষ করূক। বিবেকবোধ দিন। শুভ সকাল সবাইকে! শুভ সকাল বাংলাদশে!

All reactions:2.8KMd Abdullah Al Razu, Iftakhar Uddin and 2.8K others

Leave a Reply

Your email address will not be published.