ঈদ মোবারক!

Spread the love

শরিফুল হাসান

বাসের কাউন্টারে অসদাচরণ, বাড়তি ভাড়া, দেরিতে ছাড়া, ঘন্টার পর ঘন্টা যানজট, ট্রেনের শিডিউল বিপর্যয়, হাজার হাজার মানুষ ছাদে, নারী শিশুসহ সবার ভীষণ দুর্ভোগ, ট্রাকে করে মানুষের চলাচল; সবমিলিয়ে ঈদে বাড়ি যেতে ট্রেনে, বাসে, সড়কে সর্বত্র যে পরিমাণ ভোগান্তি এদেশের মানুষকে পোহাতে হয় পৃথিবীর আর কোন দেশে এমনটা হয় আমার জানা নেই।

সড়ক ব্যবস্থাপনা বা পরিবহন নেতাদের নিয়ন্ত্রণ করে এই সমস্যার সমাধান হবে সেই আশা ছেড়ে দিয়েছি। তাই বলে কী কোন বিকল্প নেই? গত কয়েক বছর ধরে বলছি, গণপরিবহন ব্যবস্থাপনা ঠিক করার পাশাপাশি ঈদের ছুটিটা এক সপ্তাহ করা হোক।

জরুরি কিছু সেবা বাদে ঈদের আগে তিনদিন, পরে তিনদিন মিলিয়ে মোট সাতদিন ছুটি। শুক্রবার শনিবার বাদ দিলে আসলে ছুটি পাঁচদিন। আমি মনে করি তিনদিনের বদলে পাঁচদিন এদেশের অফিস আদালত বন্ধ থাকলে এমন মহাক্ষতি হয়ে যাবে না‌। কিন্তু মানুষের দুর্ভোগ কমবে বহুগুনে। গত ঈদসহ আরো কয়েকবার সেই সুফল মিলেছে।

কিন্তু এবার আমরা সেদিকে যাইনি। আসলে গণমানুষের দুর্ভোগ নিয়ে আমাদের যথেষ্ট ভাবনা আছে বলে মনে হয় না। একটা ছোট্ট উদাহরণ দেই। আপনি কমলাপুর স্টেশনে যান। ৫ নম্বর প্লাটফর্মে দেখবেন নির্মাণ কাজের জন্য ইটের ঢিবি। অথচ যাত্রীদের কথা ভাবলে ঈদের আগে এটা থাকতো না।

মোটরসাইকেল বন্ধ বলেন কিংবা গলাকাটা ভাড়া সবই একইরকম আন্তরিকতার অভাব। কী পরিমাণ মানুষ এবার ট্রাকে করে গরুছাগলের মতো বাড়ি ফিরেছেন আমাদের নীতি নির্ধারকরা কী দেখেছেন? এসব দেখে মাঝে মধ্যে মনে হয় এই দেশে মানুষের নূন্যতম মর্যাদা নেই। জানি না অন্যদের কী হয় কিন্তু আমি যখন নারী শিশুসহ সবার দুর্ভোগ দেখি, কী সামনে কী গণমাধ্যমে বা ফেসবুকে, আমার ভীষণ কান্না পায়। আমাদের নীতি নির্ধারকদের অনুরোধ,একটু ভাবুন।

মুক্তিযুদ্ধ করে যেই জাতি স্বাধীন হতে পারে, যারা নিজেদের টাকায় পদ্মা সেতু করার সাহস করতে পারে, যেই দেশে বীজ ফেললেই ফসল হয়, কোটি প্রবাসী যেখানে ঈদের আগে রেকর্ড রেমিট্যান্স পাঠায়, সেই দেশের যে কোন সংকট সমাধানের ক্ষমতা আছে।

দরকার আন্তরিক আর সম্মিলিত প্রচেষ্টা। দরকার মানুষকে মানুষের মর্যাদা দেওয়া। আবারো বলছি না, আমি মনে করি না আমাদের এই দেশের কোন সংকটই অর্থনৈতিক। আমাদের টাকার অভাব নেই। কিন্তু আমাদের মানবিক মূল্যবোধের ভীষণ অভাব আছে! বিশেষ করে আমরা মানুষকে মানুষ মনে করি না এটাই এই দেশের বড় সমস্যা।

কী ভীষণ আফসোস, স্বাধীনতার ৫০ বছর পরেও একটা মানবিক গণপরিবহন ব্যবস্থা আমরা গড়তে পারিনি। আশা করি সবাই বিষয়গুলো ভাববেন। মানুষকে মর্যাদা দেবেন। আর দেশটা যেহেতু আমাদের সমাধানও আমাদেরই করতে হবে এবং সবাই মিলে।

Leave a Reply

Your email address will not be published.