ইউএনওর বাসায় ঢুকে হামলা ভয়ঙ্কর বার্তা দেয়

Spread the love

3/9/2020

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তাঁর বাবাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। তাদের সুস্থতা কামনা করছি। একটা রাষ্ট্রে একজন ইউএনওর সরকারি বাসায় ঢুকে এভাবে হামলা চালানোর ঘটনাটা ভয়ঙ্কর বার্তা দেয়।

এই ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার পাশাপাশি কেন এই ঘটনা, কীভাবে তারা এই সাহস পেল সেটি খুঁজে বের করা জরুরী। আমি মনে করি ইউএনও হোক, ডাক্তার কিংবা প্রকৌশলী বা যে কোন সরকারি কর্মকর্তা; এমনকি যে কোন নাগরিকের ওপর হামলার প্রতিটা ঘটনার যথাযথ তদন্ত ও ব্যবস্থা নেয়া জরুরী।

Leave a Reply

Your email address will not be published.