শরিফুল হাসান
এই দেশে এতো এতো সংকট, এতো দুর্ঘটনা, এতো মত্যু, এতো দুর্নীতি, এতো হতাশা, এতো অনিয়ম, তারপরও রোজ স্বপ্ন দেখি একদিন দেশটা ঠিক হবে। এতো হতাশার মধ্যে স্বপ্ন দেখি কী করে? উত্তর একটাই স্বাধীনতা।
এই যে আমরা স্বাধীন, অমাদের একটা দেশ আছে, একটা পতাকা, একটা জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি এর চেয়ে বড় শক্তি আর কী আছে? অমূল্য এই স্বাধীনতা।
আজ স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধু থেকে শুরু করে তাজউদ্দিন আহমেদসহ জাতীয় চার নেতা, প্রত্যেক মুক্তিযোদ্ধা এবং যাদের ত্যাগ তিতীক্ষা আর রক্তের বিনিমেয় আমরা স্বাধীনতা পেয়েছি তাদের প্রত্যেককে সশ্রদ্ধ স্যালুট।
আফসোস ৫২ বছর পরেও আমাদের স্বাধীনতার স্বপ্নগুলো পূরণ হয়নি। আসেনি সুশাসন। প্রতিষ্ঠিত হয়নি নাগরিক মর্যাদা। বহু সংকট আর হতাশায় জর্জরিত আমরা।
তবু বিশ্বাস করি আমরা সবাই মিলে একদিন নিশ্চয়ই একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারবো। সেই আশায় সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। জয় বাংলা।