‘পথে পথে আজ হাঁকিব, বন্ধু, ঈদ মোবারক!’

Spread the love

শরিফুল হাসান

ঘরে-মক্তবে কোরআন খতম। মসজিদে মসজিদে খতমে তারাবি। মুখে-মনে সাম্য-সংযম। মাঠে-ঘাটে-দপ্তরে নিত্যকাজের ইতি। হাট-বাজার-বিপণিবিতানে তরুণ-যুবার যাবতীয় উচ্ছ্বাস। প্রিয়জনের জন্য নতুন জামা-কাপড় কেনা। নাড়ির টানে বাড়ি ফেরা। সব আয়োজন যেন শেষ। বাকি শুধু একফালি চাঁদ।সরু সেই চাঁদের খোঁজে পশ্চিম আকাশ দেখবে আজ লক্ষ-কোটি চোখ। চোখ-চাঁদের মিলনে ভাঙবে আনন্দের বাঁধ। বার্তা রটবে, কাল সোমবার পবিত্র ঈদুল ফিতর। আর চাঁদ-চোখের মিলন না হলে ঈদ যাবে পিছিয়ে। হবে মঙ্গলবার। চাঁদ ঘিরে প্রতিবারই থাকে এই আনন্দময় অনিশ্চয়তা।চাঁদ-চোখের মধ্যে মেঘেরও থাকে কিছু খেলা। সে আড়াল ঘোচাতে আছে সরকারি উদ্যোগ-আয়োজন। চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা আর সিদ্ধান্ত জানাতে সভায় বসবে চাঁদ দেখা কমিটি। আজ রোববার সন্ধ্যা সাড়ে সাতটায়, ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে।চাঁদ দেখা গেলে সরকারি ঘোষণার সমান্তরালে বাজবে সাম্যের কবি নজরুলের অমর গাথা ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশীর ঈদ…’। পাড়া-মহল্লায় মসজিদের মাইকে ভেসে আসবে ঈদ মোবারক ধ্বনি। ‘পথে পথে আজ হাঁকিব, বন্ধু, ঈদ মোবারক! আস্সালাম!’—নজরুলের অনুকরণে শুরু হবে ঈদের শুভেচ্ছাবিনিময়। জানিয়ে দেওয়া হবে ঈদের জামায়াতের সময়সূচি।‘শত যোজনের কত মরুভূমি পারায়ে গো কত বালুচরে কত আঁখি-ধারা ঝরায়ে গো বরষের পরে আনিলে ঈদ!’ তাই আজ রোববারই ঈদের প্রস্তুতি সেরে রাখবেন গৃহিণীরা। সাধ্যমতো সেমাই, ফিরনি, পায়েস, পোলাও, কোরমাসহ মুখরোচক খাবারের আয়োজন করবে সবাই। হাসপাতাল, এতিমখানা ও কারাগারগুলোতে কিছুটা উন্নত মানের খাবার থাকবে প্রথাগতভাবে।পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৃথক বাণীতে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া। দেশবাসীর মঙ্গল কামনা করেছেন তাঁরা।চাঁদ দেখা কমিটির সভা: ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়ার সভাপতিত্ব আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বসবে চাঁদ দেখা কমিটির সভা। চাঁদ দেখা গেলে ৯৫৫৯৪৯৩, ৯৫৫৬৪০৭, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৫১, ৯৫৫৫৯৪৭ ও ৯৫৫৮৩৩৭ নম্বরে ফোন অথবা ৯৫৬৩৩৯৭ নম্বরে ফ্যাক্স করে জানানো যাবে।

Leave a Reply

Your email address will not be published.