৫ সেপ্টেম্বর, ২০২০
আচ্ছা এই যে নারায়নগঞ্জে ২৩ জন জীবন্ত দগ্ধ হয়ে প্রাণ হারালেন এর দায় কার? ডিবিসির খবরে দেখলাম, ৯ মাস আগেই গ্যাস লাইন লিকেজ মেরামতের জন্য লিখিতভাবে অভিযোগ জানিয়েছিল মসজিদ কমিটি। কিন্তু ৫০ হাজার টাকার জন্য কাজ করেনি তিতাস।
তিতাসের বিরুদ্ধে ঘুষের এই অভিযোগ কী নতুন? শুধু তিতাস কেন, ওয়াসা-পিডিবি কিংবা যে কোন সরকারি সেবা প্রতিষ্ঠানের তো একই চিত্র। বছরের পর বছর এভাবেই চলছে। এখানকার মিটার রিডারদেরও সম্পদের পাহাড়।
কেউ কেউ বলতে পারেন, তিতাস না এসি থেকে আগুনের বিস্ফোরণ সেটি জানা জরুরী। অবশ্যই তাই। এসি কোম্পানির দায় হলেও তিতাসের দুর্নীতির বিচার হওয়া জরুরী। আর তিতাসের দায় হলেও এসি কোম্পানিগুলেরা মান তদন্ত হওয়া জরুরী। আবার মসজিদের নিচ দিয়ে গ্যাসের লাইন কী করে গেল নাকি গ্যাসের লাইনের উপর মসজিদ হলো সেটাও দেখেন। যে কারণেই হোক কাউকে না কাউকে তো দুর্নীতি আর দায় অবহেলার দায় নিতে হবে। নাকি বরাবরের মতোই দায়মুক্ত হবেন সবাই?
মাঝে মাঝে ভীষণ আফসোস লাগে। স্বাধীনতার ৫০ বছর উদযাপন চলছে, অথচ এই দেশের কোন একটা সরকারি সেবা প্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত করা গেল না। আচ্ছা আর কবে হবে বলুন তো?