শরিফুল হাসান
ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলার এজহার! ২৯.৩.২৩ তারিখ রাত ১.৩২ এ ঘটনার সময়। আর মামলার আবেদন প্রাপ্ত হয়েছে ২৯.৩.২৩ তারিখ রাত ২.১৫ এ। ৪৩ মিনিটের মধ্যে। এ সময়ের মধ্যে এতোকিছু হলো। সকল সংবাদ দেখা,পড়া, বুঝা, আবার বিবাদী সম্পর্কে তথ্য সংগ্রহ করা, লিংক, মামলার দরখাস্ত টাইপ করা এবং ফার্মগেট থেকে তেজগাঁও থানায় গিয়ে মামলা করা। কিভাবে সম্ভব? আবার বলা হচ্ছে বিলম্ব হয়েছে!! বিলম্ব কোথায় হলো? সুপারসনিক ফাস্ট!!! এবার বলেনদেশের ভাবমূর্তি কারা ক্ষুন্ন করে? এগুলো একদিন ইতিহাস হবে, সেই ইতিহাস সাংবাদিক শামসকে হয়রানির! এ কারণেই বলি জঘন্য ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হোক!