ছয় দফা !

Spread the love

শরিফুল হাসান

আমি মনে করি শিক্ষার্থীদের ছয় দফা দাবি পুরোপুরি যৌক্তিক। আফসোস লাগে গত ১৩ বছরে যে পিএসসি শিক্ষার্থীদের আস্থার প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল সেই পিএসসি আজ শিক্ষার্থীদের স্বার্থবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে।

এসব কারণেই আজ নন-ক্যাডার পদে নিয়োগের ক্ষেত্রে পিএসসির নতুন নিয়মে হতাশা ও ক্ষোভ প্রকাশ করে ৬ দফা দাবিতে আজ সমাবেশ ও মানববন্ধন করেছে বিসিএস উত্তীর্ণ প্রার্থীরা। আসলে প্রথম শ্রেণীর সব চাকুরিতে প্রশ্নপত্র ফাঁস, নিয়োগে দুর্ণীতি ও অনিয়ম বন্ধে বিসিএস থেকে নন ক্যাডারে নিয়োগের অসাধারণ একটা পদ্ধতি করেছিলেন পিএসসির দারুণ দূরদর্শী প্রয়াত চেয়ারম্যান সা’দত হুসাইন।

নিয়মিত নিয়োগের মাধ্যমে সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বিষয়টিকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। ক্যাডার পদের পাশাপাশি নন ক্যাডারের অনেক পদে নিয়োগ বিপুল সংখ্যক ছেলে-মেয়ের বিসিএস দেয়ার একটা বড় কারণ ছিল।

৩৪ থেকে ৩৮ প্রতিটা বিসিএসে গড়ে দেড় থেকে ২০০০ ছেলে মেয়ে নন ক্যাডারে চাকরি পেয়েছে। সাদিক স্যার যখন বিদায় নেন আমি বলেছিলাম একদিন ছেলে মেয়েরা বুঝবে অন্যদের চেয়ে কেন তিনি আলাদা। আমার কথার সত্যতা যে এতো তাড়াতাড়ি আসবে বুঝতে পারিনি। আমার কাছে মনে হয় গতি হারিয়েছে একাধিক বিসিএসজটে আক্রান্ত এই পিএসসি। আসল কাজ বাদ দিয়ে নন ক্যাডারের অসাধারণ পদ্ধতিকে নিয়ে ব্যস্ত তারা।

দেখে মনে হয়, বাস্তবতা সম্পর্কে তাদের ধারণা যেমন নেই ছেলে-মেয়েদের কথাও তারা ভাবে না। আচ্ছা পিএসসি কী জানে নন ক্যাডারের চাহিদা কীভাবে আসে? প্রতিটা বিসিএসের পর ছেলেমেয়েরা যেভাবে নানা দপ্তরে দৌড়ায় সেই সম্পর্কে কতোটা জানে এই পিএসসি? তাঁরা কী জানে না নন ক্যাডার নিয়োগ না হলে বা কম হলে একটা গোষ্ঠী খুশি?

আর আজকে যে তারা বিজ্ঞপ্তি প্রকাশের পর পদের চাহিদা বিভাজনের কথা বলছে বর্তমান চেয়ারম্যান তাহলে কীসের ভিত্তিতে ৩৮ বিসিএস থেকে নন ক্যাডার দিলেন এ বছরের মার্চে? জানি না এই কমিশনের আসল স্বার্থ কী? মাঝে মধ্যে ভীষণ আফসোস লাগে আমাদের কর্তাদের জন্য!

কেন কী কারণে তারা এসব করেন তারা কী জানেননন ক্যাডারের নতুন পদ্ধতিতে ছেলে মেয়েদের চাকরির পথ যেমন সংকুচিত হবে তেমনি নিয়োগ পরীক্ষার নামে বাণিজ্য বাড়বে। এই ঘটনায় ভীষণভাবে হতাশ ও ক্ষুব্ধ বিসিএস উত্তীর্ণরা আজ দ্বিতীয়বারের মধ্যে মানবন্ধন করে দাবি আদায়ে সময় বেঁধে দিয়ছে। ? আশা করছি পিএসসির ঘুম ভাঙবে। বিস্তারিত এখানে

https://www.ajkerpatrika.com/…/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6…এই সাক্ষাৎকারটাও দেখতে পারেন।https://fb.watch/gbtlSCb1i2/

Leave a Reply

Your email address will not be published.