হাবভাব তাদের রাজার মতো

Spread the love

7/8/20

কাশিমপুর কারাগার থেকে একজন ফাঁসির আসামি পালিয়ে গেছে। না সিনেমার গল্প নয়, বাস্তবের ঘটনা। প্রায়ই আমার মনে হয়, বাংলাদেশের নাটক-সিনেমার মান ভালো না হলেও এই দেশে বাস্তবের ঘটনাগুলো নাটক-সিনেমার চেয়েও দারুণ। এমন কোন সপ্তাহ নেই, যেই সপ্তায় নাটকীয়, সিনেমাটিক কিংবা ট্রাজিক কোন ঘটনা ঘটে না।

এই যে ধরেন মেজর সিনহাকে হত্যা, ট্রলারডুবিতে ১৭ জনের হঠাৎ মৃত্যু, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ধারনা দেয়ায় একজন অতিরিক্ত সচিব ওএসডি আর সর্বশেষ কাশিমপুর কারাগারের ১৮ ফুট দেয়াল বেয়ে একজন ফাঁসির আসামির পালিয়ে যাওয়া। এতো সিনেমাটিক ঘটনা আর কোথায় পাবেন?

আফসোস শুধু একটাই। এসব অনিয়ম-দুর্নীতি বন্ধ করার জন্য যেসব কমকর্তা বা কর্তৃপক্ষের দায়িত্ব পালন করার কথা, তাদের ভূমিকাটা শুধু সিনেমাটিক না হয়ে কমেডিয় হয়ে যায়। কাজকর্ম তাদের কমেডিয় ধাচের হলেও হাবভাব দেখবেন রাজার মতো। আমাদের বোকা জনগনকে দর্শক সারিতে বসে রোজ নিত্য নতুন এসব কমেডি হজম করতে হয়। একটা শেষ হওয়ার আগেই আরেকটা আসে।

Leave a Reply

Your email address will not be published.